Image description

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর  কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছানোর কথা রয়েছে তার। 

এদিকে খালেদা জিয়ার আগমনকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনন্দ মিছিল বের করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৫ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে মিছিলটি  অপরাজেয় বাংলা, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে টিএসসি এসে শেষ হয়।

এ সময় নেতাকর্মীদের 'খালেদার জিয়ার অপর নাম, আপোষহীন সংগ্রামসহ নানান স্লোগান দিতে দেখা যায়। 

কেন্দ্রীয় ছাত্রদল প্রথম যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া আনন্দ ও শুভেচ্ছা মিছিলে অংশ নেন মীর সাদ্দাম হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল রাজিব রহমান, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ খন্দকার, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মনসুর রাফি, সূর্যসেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু, মেহেদী হাসান জনি লেদারসহ শতাধিক নেতাকর্মী।