
দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৪ মে) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।