
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাসিনা এই জাতির ওপরে তার বাবার হত্যার বদলা নিয়েছে। বদলা নিতে এই জাতিকে পঙ্গু করার জন্য যা যা করার দরকার করেছে। একটা ফ্যাসিস্টের ক্যারিয়ার কি হয় হাসিনা ১৬ বছরে আমাদের তা দেখিয়েছে। সে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষকে নির্যাতন করেছে।
শনিবার (৩ মে) সন্ধ্যার দিকে জেলা বিএনপির আয়োজনে জেলা আইনজীবী সমিতির আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরিতে সিরাজগঞ্জের সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৭১ থেকে ৭৫-এ কি হয়েছে সেগুলোর বিচার হয়নি জন্যই হাসিনা গত ১৬ বছর আমাদের ওপরে স্ট্রিম রোলার চালাতে পেরেছে। তখন সিরাজগঞ্জে ৭টি মানুষ মারা ক্যাম্প তৈরি করা হয়েছিল, সেসময়ে হাতে হাতে ক্যামেরা ও বেশি মিডিয়া না থাকায় তখন কি হয়েছিল মানুষ জানেনি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দারের (রফিক সরকার