Image description

ইসরায়েল বাহিনী একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালিয়েছে, যা সারা বিশ্বের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গাজায় নিহত হয়েছে আরও ৫ জন। একদিন আগেই ফিলিস্তিনি ভূখণ্ড দখলে নেওয়ার অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা, যা বিশ্বব্যাপী কড়া সমালোচনার সম্মুখীন হয়েছে।

গাজার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যেখানে টানা ৬৫ দিন ধরে নিষ্ঠুর অবরোধের কারণে খাদ্য, পানি এবং জ্বালানির সংকট সৃষ্টি হয়েছে। নতুন বিমান হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি, এবং এখন গাজার ২০ লক্ষাধিক মানুষ আতঙ্কিত। এমন সময়ে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আরও বিধ্বংসী অভিযান চালানোর নির্দেশ দিয়েছে, যা গাজার জনগণের জীবনে আরও বিপদের সৃষ্টি করতে পারে।

মধ্যপ্রাচ্যের বুকে এই যুদ্ধের ঢেউ ছড়িয়ে পড়েছে ইয়েমেন, লেবানন ও সিরিয়াতেও, যেখানে ইসরায়েলের হামলা দেশগুলির ভূখণ্ডে ছড়িয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েল যে কেবল গাজাতেই হামলা করছে তা নয়, বরং পুরো মুসলিম অঞ্চলে যুদ্ধের ঘূর্ণিপাক সৃষ্টি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই কর্মকাণ্ড নিয়ে সরাসরি মন্তব্য না করলেও, ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তার পুরনো প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেছেন।