Image description

সোমবার সকালে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইটে ঢাকা আসবেন তিনি। সেই ফ্লাইটের দুই ক্যাবিন ক্রুকে গভীর রাতে বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আওয়ামী সম্পৃক্ততা পাওয়ার গোয়েন্দা রিপোর্ট রয়েছে।

 

ঢাকা থেকে শনিবার সকালে যে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ওই ফ্লাইটটি রোববার সন্ধ্যায় হিত্রো এয়ারপোর্ট থেকে খালেদা জিয়াকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। শনিবারের লন্ডন ফ্লাইটে যে সব পাইলট এবং ক্যাবিন ক্রু যাবেন তারাই রোববার ফিরতি খালেদা জিয়ার  ফ্লাইটে দায়িত্ব পালন করবেন। এজন্য যখনই বিএনপি চেয়ারপারসনের বিমানের ফ্লাইটে দেশে ফেরা নিশ্চিত হয়, তখন থেকেই ফ্যাসিস্ট এবং আওয়ামী সরকারের দোসর কেবিন ক্রুরা তৎপর হয়ে ওঠে ওই ফ্লাইটে যাওয়ার জন্য।

 

বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় আওয়ামী সরকারের সময় সুবিধাভোগী কেবিন ক্রুদের একটি সিন্ডিকেট চক্র শুক্রবার দুপুরে ওই ফ্লাইটে তাদের যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। পরে শুক্রবার গভীর রাতে গোয়েন্দা তৎপরতায় তাদের রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রীকে আনতে যাওয়ার লন্ডন ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের দোসর কেবিন ক্রু ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কসমিক এবং জুনিয়র পার্সার মো: কামরুল ইসলাম বিপোনকে।

 

আল কুবরুন নাহার কসমিক বিগত সরকারের সাথে ঘনিষ্ঠতার কারণে নিয়মিত শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাবে। আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সাথে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস গাজী হাফিজুর রহমান লিকুর সাথে তার ঘনিষ্ঠতাও ছিল। লিকুর প্রভাব খাটিয়ে আওয়ামী সরকারের সময় অবৈধভাবে নিজের প্রোমোশন বাগিয়ে নিয়েছিলেন এই কসমিক।

 

চাকুরী জীবনে বিভিন্ন অপরাধে এই কসমিক ১৮ বার শোকজ লেটার পেয়েছেন এবং বিভিন্ন সময় একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন। জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপোন গত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ১৫ আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যেতেন। শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক এবং শেখ রাসেল দিবস পালনেরও অন্যতম উদ্যোক্তা এই বিপোন।

 

এখন প্রশ্ন হচ্ছে জেনে শুনে এইসব আওয়ামী দোসরদের কিভাবে এরকম একটি ভিভিআইপি ফ্লাইটে কাদের স্বার্থে ডিউটি দেওয়া হল? যে ফ্লাইটে তিনবারের প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য এবং বিএনপির সিনিয়র নেতারা দেশে ফিরবেন সেই ফ্লাইটে সাবেক সরকারের এমন দোসরা দায়িত্ব পালন করলে যেকোনো রকম দুর্ঘটনা এবং অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হলে এই দায় দায়িত্ব কে নিতো? বিমানের ফ্লাইট সার্ভিস এর প্ল্যানিং এন্ড সিডিউলিংয়ের ভারপ্রাপ্ত ম্যানেজার সীতারা নাসরিন নিশির সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কসমিক এবং বিপোনকে খালেদা জিয়ার ফ্লাইটে ডিউটি দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য সীতারা নাসরিন নিশি খালেদা জিয়ার ফ্লাইটে চিফ পার্সার হিসেবে দায়িত্ব পালন করতে শনিবার লন্ডন গেছেন। বিগত আওয়ামী লীগের ১৫ বছর বিমান কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি মো: গোলাম দস্তগীর, সহসভাপতি সীতারা নাসরিন নিশি এবং আল কুবরুন নাহার কসমিক এর নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের দোসর গ্রুপটি বিমানের ফ্লাইট সার্ভিসে এখনো দুর্দান্ত প্রভাব বিস্তার করে চলেছে। এবং তাদেরকে সহযোগিতা করছে বিমান প্রশাসনের একটি মহল। তার প্রমাণ ৩ বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফ্লাইটে এইসব বিতর্কিত কেবিন ক্রুদের নাম অন্তর্ভুক্ত করা। এখন সময় এসেছে এদের স্বরূপ উন্মোচন করার।