
৬ মাস সরকারে থেকেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কেন আওয়ামী লীগের বিচার করতে পারেননি; সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আজ শনিবার (৩ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি এই প্রশ্ন তুলেন।
ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, ‘আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির এই সমাবেশকে ইতিবাচক হিসেবে দেখছি। সব রাজনৈতিক দলেরই এই দাবিতে সোচ্চার হওয়া উচিত।
‘সেটা পরিষ্কার না করলে এখন তাদের আওয়ামী লীগের বিচারের দাবিতে আন্দোলনকে কেবলই নিজেদের রাজনীতি দাঁড় করানোর কৌশল মনে করবে মানুষ।’
তিনি লেখেন, ‘আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, এর দায়ে বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। গণহত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগের নেতাদের যেমন বিচার করতে হবে, তেমনি দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে।’