Image description

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার সম্পন্ন না করে এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া এ দেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না। এজন্য ছাত্র-জনতাকে গণহত্যা সহ আওয়ামী লীগের হাতে সংগঠিত সকল অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। এ নিয়ে কালক্ষেপণ করার কোন সুযোগ নেই। তিনি শুক্রবার (২ মে) বিকাল ৫টায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

এসময় তিনি বলেন, শিল্পাঞ্চল সীতাকুণ্ডে সীতাকুণ্ডবাসীর কর্মসংস্থান হয় না। এক্ষেত্রে কারখানা মালিকগণ স্থানীয়দের সাথে বৈষম্যমূলক আচরণ করে থাকেন। কিন্তু সময় পাল্টেছে; নতুন বাংলাদেশ বিনির্মাণে এ ধরণের বৈষম্য চলতে পারে না। সীতাকুণ্ডের প্রতিটি কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় সীতাকুণ্ডবাসী তাদের অধিকার আদায়ে আন্দোলন নামতে বাধ্য হবে।

কুমিরা ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস হাক্কানীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মোহাম্মদ তাহের, সহ-সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, সহ-সেক্রেটারী এড. আশরাফুর রহমান, কর আইনজীবি সমিতির সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।