Image description
বাংলাদেশ বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন খালেদা জিয়া। রেগুলার ফ্লাইট আগে সিলেটে নামে। তো খালেদা যেদিন আসবে, ঐদিন বিমান প্রস্তাব করেছিলো যে আগে ঢাকায় নামবে।খালেদা জিয়াকে নামিয়ে তারপর সিলেট যাবে। একদিনের জন্য।
 
খালেদা রাজি হন নাই। বরং বলে দিয়েছেন আগে সিলেটই যাবেন। তারপর ঢাকা আসবেন। বাংলাদেশের সবকিছুতেই পরিবর্তন হয়েছে। খালি এই মানুষটার জেদের কোন পরিবর্তন নাই। রাজনীতি করার মাত্র ৪ বছরের মাথাতেই প্রথম জেদ দেখানো শুরু। এরপর তো বৃদ্ধ বয়সে নিঃসঙ্গ অবস্থায় জেলে গেলেন, মাথা নোয়ালেন না।
 
বহুদিন আগে বর্তমান ছাত্র নেতাদের বলেছিলাম, রাজনীতি শিখতে হলে আর রাজনীতি করতে হলে কোন দার্শনিক দরকার নাই, গুরু দরকার নাই। খালেদা জিয়াকে মাথায় রেখে রাজনীতি কইরেন। আর কিছু লাগবে না।
 
একটা মানুষ শারীরিকভাবে অসুস্থ অবস্থাতেও মানুষের কথাই চিন্তা করতেছে, নিজের কথা না, এমন রাজনীতিবিদের চে বড় ব্লেসিং একটা জাতির জন্য আর কিছু হতে পারে?