Image description
যুক্তরাষ্ট্রের সতর্কতা

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীর সীমান্তে আট দিন ধরে প্রতি রাতেই দেশ দুটির সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। পরিস্থিতি এমন যে, যে কোনো মুহূর্তে দেশ দুটি বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানকে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভারতকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দেশটি বলেছে, কাশ্মীর নিয়ে ভারতের প্রতিক্রিয়া যেন বৃহত্তর আঞ্চলিক সংঘাতে না গড়ায়।

জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। প্রায় দুই দশকের মধ্যে বেসামরিক নাগরিকদের সবচেয়ে ভয়াবহ এ হামলা ভারতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সেইসঙ্গে প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও উঠেছে। পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি। এই অভিযোগে পেহেলগামে হামলার পরদিনই ভারত ৬৫ বছরের পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয়। এ ছাড়া পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ এবং পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা সেবাও স্থগিত করেছে ভারত। ভারতের এই পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের পাশাপাশি তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে ইরান মধ্যস্থতার প্রস্তাব দিলেও তা এগোয়নি। এর মধ্যে আট দিন ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় প্রতি রাতেই চলছে গোলাগুলি।

এমন পরিস্থিতিতে এক টেলিভিশন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দেশ দুটিকে বড় ধরনের সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে জে ডি ভ্যান্স বলেন, ‘আমাদের আশা, ভারত হামলার ঘটনায় এমনভাবে প্রতিক্রিয়া জানাবে, যাতে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত না ছড়িয়ে পড়ে।’

ভারতের পাশাপাশি পাকিস্তানের উদ্দেশেও বার্তা দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা আশা করি, খোলামেলাভাবে বলতে গেলে পাকিস্তান যদি আংশিকভাবেও দায়ী হয়, তবে তারা যেন ভারতের সঙ্গে সহযোগিতা করে। তাদের মাটিতে যেসব সন্ত্রাসী মাঝেমধ্যে সক্রিয় থাকে, তাদের খুঁজে বের করে এবং উপযুক্ত ব্যবস্থা নেয়।’

এর আগে পেহেলগামকাণ্ডের চার দিন পর গত ২৬ এপ্রিল যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন, ‘একটি খারাপ ঘটনা ঘটেছে।’ এ ছাড়া ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকায় উত্তেজনা যে নতুন কিছু নয়, সে কথাও স্পষ্ট করেন ট্রাম্প। তার ভাষায়, ‘বহু বছর ধরে সীমান্তে উত্তেজনা রয়েছে। তারাই (ভারত এবং পাকিস্তান) কোনো না কোনোভাবে বিষয়টির সমাধান করবে। আমি নিশ্চিত।’

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় আবারও গোলাগুলি: কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সর্বশেষ এই গোলাগুলির ঘটনায় অবশ্য হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে টানা আট রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের খাদ্য মজুতের নির্দেশ: ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের এলাকার বাসিন্দাদের শুক্রবার খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গতকাল স্থানীয় প্রাদেশিক পরিষদে পাকিস্তান-শাসিত কাশ্মীরের আঞ্চলিক সরকারপ্রধান চৌধুরী আনোয়ার উল হক বলেন, ‘নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন ১৩টি নির্বাচনী এলাকার জন্য দুই মাসের খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশনা জারি করা হয়েছে।’ তিনি জানান, আঞ্চলিক সরকার ওই ১৩টি নির্বাচনী এলাকার জন্য ‘খাদ্য, ওষুধ এবং অন্য মৌলিক চাহিদাগুলোর’ সরবরাহ নিশ্চিত করতে ১০০ কোটি রুপির (৩৫ লাখ মার্কিন ডলার) একটি জরুরি তহবিল গঠন করেছে।