Image description

নির্বাচনের কোনো খবর নেই, অথচ সরকার ব্যস্ত মানবিক করিডর নিয়ে—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, করিডরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত একটি নির্বাচিত সরকারের।

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডর নিয়ে অন্তবর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি।

এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, করিডর ইস্যুতে প্রধান উপদেষ্টাকে পরিষ্কার ধারণা দেওয়া জরুরি। তিনি প্রশ্ন তোলেন—মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে রূপ নেবে কি না, সে নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের রাজনীতি, কমিটি, কৌশলগত সমস্যা এবং জাতীয় নিরাপত্তা সবই এ ইস্যুর সঙ্গে জড়িত। অথচ এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করা হয়নি। অন্যদিকে ছোট ছোট বিষয়ে সবাইকে ডেকে আলোচনা করা হয়েছে।”

সাইফুল হক প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, “আপনি রাজনীতিক নন—এ কথা ঠিক। কিন্তু রাজনীতিকদের মতো ঘুরিয়ে-পেঁচিয়ে কথা না বলে সরাসরি কথা বলুন, জনগণকে পরিষ্কার করে বোঝান।”

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা কিংবা বাস্তব সমস্যাগুলোর প্রতি নজর না দিয়ে শুধু করিডর নিয়ে ব্যস্ত থাকাটা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।