Image description
 

রাজধানীর নিউমার্কেট থানা বিএনপি ও ১৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে পরিচ্ছন্নতা অভিযান ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  শুক্রবার (২ মে) সকাল ১০টার দিকে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীম।  ব্যারিস্টার নাসির উদ্দিন বলেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কখনো ধানখেতে, পাটখেতে লুকিয়ে ছিল। আমরা বাড়িঘর ছাড়া ছিলাম, কখনো কারাগারে ছিলাম। আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পেতাম না। 

অসীম বলেন, আমাদের ভাইয়েরা আহত হয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন; কিন্তু বর্তমান সরকার আসার পর আমরা এখন বাঁচতে পারছি, কথা বলতে পারছি। এজন্য আমরা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বলেছি ভালো কাজে শরিক হন৷ গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সেখানে পরিচর্যা করতে হবে। যেখানে গাছ লাগানো যাবে না, সেখানে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখুন। বিএনপির নেতাকর্মীরা এসব কাজের মাধ্যমে দেশের জন্য কাজ করে যাবে। 

 

তিনি বলেন, তারেক রহমান যেভাবে দেশকে নিয়ে স্বপ্ন দেখছেন আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি তাহলে সুন্দর একটা দেশ উপহার দিতে পারব। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে একটি গণতান্ত্রিক সরকার দরকার। যেহেতু এ সরকার নির্বাচিত সরকার নয়, আমরা চাই দ্রুত নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার গঠন হয়ে জনগণের জন্য কাজ করুক।