
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ঢাকার গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জড়ো হচ্ছেন দলটির নেতা-কর্মীরা৷ মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন।আজ শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে দলের ঢাকা মহানগর শাখার ব্যানারে এই সমাবেশ করছে এনসিপি৷বেলা তিনটার কিছু আগে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে মঞ্চে দেখা গেল। ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে দলটির নেতা-কর্মীরা বিক্ষিপ্তভাবে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন৷
মঞ্চ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতা মশিউর রহমান বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না—এই সিদ্ধান্ত গত ৫ আগস্ট হয়ে গেছে৷আরেক কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মূসা বলেন, আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে এনসিপি তাদের রাজপথে মোকাবিলা করবে৷কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, দল হিসেবে আওয়ামী লীগ এবং খুনি হাসিনা ও তাঁর দোসরদের বিচার অবশ্যই হতে হবে৷ এই দাবি আদায়ে এনসিপি মাঠে আছে, থাকবে৷
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত দল এনসিপি যেসব দাবি জোরালোভাবে জানাবে, সেগুলোর মধ্যে রয়েছে আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, বিচার চলাকালে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের বিচার ও তাঁদের নির্বাচনে অযোগ্য ঘোষণা৷এনসিপির এই সমাবেশের কারণে বায়তুল মোকাররমের জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন অভিমুখী প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে৷