
ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে গত ২৬ এপ্রিল এক ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে ৭০ জনের অধিক লোক নিহত ও এক হাজারের অধিক লোক আহত হন। এ ঘটনায় ঢাকাস্থ ইরান দূতাবাসে শোক বই খোলা হয়েছে।
শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইরানি দূতাবাসে যান। মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইরানি দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন তিনি।
তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, ইরানের সরকার ও জনগণ শিগগিরই এ বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।