Image description

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা প্রতিকৃতি ভাঙলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকে নির্বাচিত সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু ছাইদ শিকদার।

রবিবার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু ছাইদ শিকদারের বাড়ির সামনে পুকুরপাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে নির্মিত নৌকা প্রতিকৃতিটি ভাঙা হয়। এ সময় আবু ছাইদ শিকদার নিজেই সেখানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, আবু ছাইদ শিকদার আওয়ামী লীগ সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র ভাগ্নে। তিনি প্রায় ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ আমলে অবৈধ উপায়ে কোটি কোটি টাকা কামিয়েছেন সাবেক এই ইউপি চেয়ারম্যান। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি এখন “ভোল পাল্টে ফেলার” চেষ্টায় রয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, “আবু ছাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মামা প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন তিনি। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু ছাইদ শিকদারের এমন কাণ্ডে আমরা হতবাক হয়েছি। আমরা এই নৌকা প্রতিকৃতি ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

এ বিষয়ে জানতেই চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে আবু ছাইদ শিকদার বলেন, “যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শ্যচ্যুত হয়েছে তাই পালিয়েছে। ওই দল আর আমি করবো না। শেখ হাসিনা ফিরে এলেও আওয়ামী লীগ আর করবো না। তাই নৌকা ফলক ভেঙে ফেলেছি।”