
গোপালগঞ্জের কোটালীপাড়ার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন শেখকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার মধ্যরাতে রাজধানীর মিরপুরের ভাষানটেক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সময় হামলার ঘটনায় ৩টি মামলা রয়েছে।
জানা যাচ্ছে, কোটালীপাড়ার ডহরপাড়া গ্রামের লুৎফুর রহমান শেখের ছেলে কামাল হোসেন শেখ তার ক্যাডার বাহিনী নিয়ে গোপালগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা চালায়।
এছাড়া টেন্ডার, চাঁদাবাজি দখলসহ আওয়ামী লীগের ১৬ বছরে তার এবং ক্যাডার বাহিনীর দৌরাত্ম্যের কারণে মানুষ অতিষ্ঠ ছিল।