Image description

গাইবান্ধার পলাশবাড়ীতে আরো ছয়জন সনাতন ধর্মালম্বী বাংলাদেশ জায়ামাতে ইসলামীতে যোগদান করেছেন।

 

দেশজুড়ে চলমান জামায়াতে ইসলামীর দাওয়াতি পক্ষের (১১-২৫ এপ্রিল) অংশ হিসেবে গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার বেতকাপা ইউনিয়ন জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিন জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ৬ জন সনাতন ধর্মালম্বী জামায়াতে যোগদান করেন।

বেতকাপা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাও. নাজমুল হকের নেতৃত্বে দাওয়াতি কার্যক্রমে ৫নং ওয়ার্ড সভাপতি মো. রুমন মন্ডল এবং সেক্রেটারি মো. রবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে পলাশবাড়ীতে দাওয়াতি কার্যক্রমে শতাধিক ব্যক্তিকে দাওয়াত প্রদান করা হয়। তাদের মধ্যে ৩০ জন সদস্য সমর্থক ফরম পূরণ করে জামায়াতে যোগদান করেন। এছাড়াও কৃষ্ণপুর ও রাজনগর গ্রামের ৬ জন সনাতন ধর্মালম্বী জামায়াতে যোগদান করেছেন বলে জানা যায়।

উল্লেখ্য, গত ১১ই এপ্রিল থেকে শুরু হওয়া এই দাওয়াতি পক্ষ আগামী ২৫শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।