Image description

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে দুপুরে পুলিশি অভিযানের পর সন্ধ্যায় ঝটিকা মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরবে বীরের বেশে’ স্লোগান দেয়া হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি ইজিবাইকে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিলটি বের করে। মিছিলটি উপশহর বাবলাতলা ব্রিজের কাছ থেকে ঘুরে ফের কাঁঠালতলা মোড়ের দিকে চলে যায়। মিছিলে থাকা নেতা-কর্মীরা সব বাইরের এলাকা থেকে আসা। তাদের স্থানীয়রা কেউ চিনতে পারেননি।

তবে মিছিলের বিষয়টি স্বীকার করছে না জেলা পুলিশের কোনো পর্যায়ের কর্মকর্তা। পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মিছিলের কোনো খবর তাদের জানা নেই।

উল্লেখ্য, রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শাহীন চাকলাদারসহ দলটির বেশ কয়েকজন নেতার বাড়িতে পুলিশ অভিযান চালায়। তবে এতে কেউ আটক হয়নি।