Image description

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। এখন শুনানির জন্য উপস্থাপন করা হবে। রবিবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দিয়েছেন।

এ ছাড়া দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেছেন।

আইনজীবী শিশির মনির জানান, এ টি এম আজহারুল ইসলামের মামলার সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফৌজদারি আপিল নং ৩৮/২০২৫। সোমবার (২১ এপ্রিল) প্রধান বিচারপতির আদালতে উপস্থাপন করব।

যেন মঙ্গলবার (২২ এপ্রিল) শুনানির জন্য আসে। আশা করি দ্রুতই নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ।