Image description
 

লালমনিরহাটে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ঢেকে দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা সংবাদ সম্মেলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

আজ শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদকে ধাক্কা দেওয়া হয়।

রাসেল বলেন, সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে ফোনে চাপ দেওয়া হচ্ছিল, যেন আমি সেটি স্থগিত করি। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগাযোগ করেছেন। তবে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতির প্রতিবাদে আমি সংবাদ সম্মেলন করতেই এসেছিলাম।

তার দাবি, স্মৃতিসৌধের পাশে স্থাপিত মুরালগুলোতে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং বিজয়ের ঐতিহাসিক মুহূর্তগুলো ফুটে উঠেছে সেগুলো স্বাধীনতা দিবসে ঢেকে ফেলা হয়। এটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমরা বারবার বলেছি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কেবল একজনের নয়; এটি লাখো শহীদ, বীর সেনানী ও বীরাঙ্গনার আত্মত্যাগে অর্জিত। এই ইতিহাসকে ঢেকে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদেই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলাম।

সংবাদ সম্মেলনের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্রদল ও বিএনপির কিছু নেতাকর্মী জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানান তিনি। তবে লালমনিরহাট জেলা ছাত্রদলের নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

লালমনিরহাট জেলা ছাত্রদলের এক নেতা বলেন, ছাত্রলীগ ও জাতীয় পার্টির কিছু নেতাকর্মীকে নিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা হচ্ছিল। আমরা তা প্রতিহত করেছি, হামলা বা ধাক্কাধাকির অভিযোগ সত্য নয়।