Image description

দেড় দশকের বেশি সময় পর বাধাহীন মুক্ত পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। অথচ দীর্ঘ এই সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনে তারা ঠিকমতো পরিবারকে সময় দেওয়া তো দূরের কথা, অনেকে যোগাযোগও রাখতে পারেননি। কোথাও দাঁড়িয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কথা বললেই ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মিটিং’ আখ্যা দিয়ে তাদের হয়রানি ও গ্রেপ্তার করা হতো। দেওয়া হতো মিথ্যা মামলা। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন। পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারছেন। তেমনি এবার ঈদুল ফিতরে দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে মিলিত হবেন নেতাকর্মীরা।

এবার ঢাকায় ঈদ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যোগাযোগ করা হলে কালবেলাকে তিনি বলেন, নিঃসন্দেহে এবার ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নির্বিঘ্নে নেতাকর্মীরা স্বস্তিতে ঈদুল ফিতর উদযাপন করবেন। দলমত নির্বিশেষে দেশের মানুষ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করবেন, এটি তো অবশ্যই ভালো একটি বিষয়।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স কালবেলাকে বলেন, তিনি তার নির্বাচনী এলাকায় ময়মনসিংহের হালুয়াঘাটে ঈদুল ফিতর উদযাপন করবেন। এরই মধ্যে একাধিকবার এলাকায় গিয়ে গরিব-অসহায় মানুষের মধ্যে ঈদের বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করেছেন। প্রায় ১৭ বছর পর বিএনপি নেতাকর্মীরা তাদের পরিবারের সঙ্গে নির্ভয়ে ঈদ কাটাবেন, এটা অত্যন্ত স্বস্তির খবর।

বিএনপির অপর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সীমাহীন নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছিল। আমরা কেউ শান্তিতে ঈদ উদযাপন করতে পারিনি। তবে এবার একটি স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত পরিবেশে দেশবাসী ঈদ উদযাপন করবেন। তারা মুক্ত পরিবেশে একে অন্যের সঙ্গে মিলবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের বলেছেন, যার যার এলাকায় গণমানুষের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রাখতে। বিএনপির কোনো নেতাকর্মীর দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পান, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী বলেন, তিনি তার নির্বাচনী এলাকার মানুষের মধ্যে কয়েক দফায় গণসংযোগ করেছেন। ঈদুল ফিতর উপলক্ষে আবারও নানাভাবে গণসংযোগ করবেন।