
‘আমার ছেলে মুগ্ধর জীবনের বিনিময়ে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, তার ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা’—এমন অনুভূতি প্রকাশ করেছেন জুলাই-আগস্ট বিপ্লবে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান।
সোমবার ঈদের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মুগ্ধের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এতে আবেগআপ্লুত হয়ে পড়েন মীর মুগ্ধের বাবা।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে কুশল বিনিময় করেন শহীদ মীর মুগ্ধের ছোট ভাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অনেকে।