
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এমন আনন্দমুখর ঈদ আগে কখনো হয়েছে কি না, তা তাঁর মনে পড়ে না। এবারের ঈদ উদযাপন ছিল স্বতঃস্ফূর্ত, সুশৃঙ্খল এবং ঐক্যের বার্তাবাহী।
ঈদের দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, “ঈদের জামাতে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যেখানে তিনি দেশবাসীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। এটি একটি শক্তিশালী বার্তা, যা তিনি পুনরায় উচ্চারণ করেছেন।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনীতিক, বিচারপতি এবং জুলাই আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবার অংশ নিয়েছেন। সকলের জন্য প্রধান উপদেষ্টার বার্তা ছিল সুস্পষ্ট—বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ বিভক্ত থাকার অবস্থানে নেই। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে হবে।”
প্রেস সচিব বলেন, “আমরা ৩০০ বছর আগে বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী জাতি ছিলাম। কিন্তু সময়ের বিবর্তনে আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে। ঈদের বার্তা খুবই স্পষ্ট—আমাদের ঐক্যবদ্ধ হয়ে একটি উন্নত বাংলাদেশ গড়তে হবে।”
তিনি আরও জানান, এবার ঈদ উপলক্ষে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজন ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আগারগাঁওয়ে বিশাল মিছিলসহ সারা দেশে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “এবারের রোজা ছিল শান্তিপূর্ণ, নিত্যপণ্যের দাম ছিল সহনীয়, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল। ফলে ঈদের আনন্দ ছিল নির্বিঘ্ন।”
ঈদযাত্রার প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা থেকে ৪১ লাখ সিম কার্ডধারী মানুষ ঈদ করতে বাইরে গেছেন। কিন্তু কেউ ১৯ ঘণ্টা বাসে আটকে থাকার অভিযোগ করেননি। এটি সম্ভব হয়েছে ব্যবস্থাপনার উন্নতির কারণে। সড়কযাত্রার বিঘ্ন সৃষ্টির অন্যতম কারণ সিন্ডিকেট ও অব্যবস্থাপনা। আমরা এগুলো দূর করার চেষ্টা করেছি।”
তিনি বলেন, “বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে আরও বলিষ্ঠ করা প্রয়োজন। প্রধান উপদেষ্টা বারবার জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন, কারণ জাতির ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর।”
তিনি আরও বলেন, “আমাদের আপ্রাণ চেষ্টা ছিল যাতে মানুষের ঈদযাত্রা আনন্দময় ও ঝামেলাহীন হয়। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা তা অনেকাংশে নিশ্চিত করতে পেরেছি। আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে, এবারের ঈদ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।”
ভিডিও দেখুন: https://youtu.be/qzm4id_dFaI?si=IvQBQ9BsjgJK4LRc