
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক, চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কেউ না খেয়ে থাকবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে আছে এবং থাকবে। আপনাদের যে কোনো প্রয়োজনে বিএনপিকে পাশে পাবেন।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে ফরিদপুর পৌরসভার কমলাপুরে তেতুলতলা এলাকায় ফাতেমা জিন্নাত বিশ্বাস ফাউন্ডেশন আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সাড়ে ছয়শতাধিক মানুষের মধ্যে খাদ্য হিসেবে চাল ও পরিধেয় বস্ত্র শাড়ি-লুঙ্গি (ঈদ সামগ্রী) বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিন, শুক্রবার দুপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার ডিআইবি বটতলায় পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এবং বিএনপি নেতা আসিফ ইমতিয়াজ বুলুর সহযোগিতায় ৩ শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। পরে কমলাপুর যুব জনকল্যাণ সংস্থার আয়োজনে কমলাপুর এলাকায় ২ শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এই দুই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।