Image description

Sadiqur Rahman Khan  ( সাদিকুর রহমান খান)


গতকাল যখন ঈদ মিছিল করার কারণে একটা দলের এক্টিভিস্টরা ইউনূসকে হাসিনার সাথে তুলনা দেওয়া শুরু করলো, তখনই বুঝেছিলাম, এই জিনিস নিয়েও এরা নোংরামি করবে।
হলোও তাই।
 
সেই পুরান নোংরামি। ইউনূসকে ইসলামের বিরুদ্ধে হিসেবে দাড় করানোর চেষ্টা।
 
সেইম প্যাটার্ন। হাসিনাও কাজটা করতো। যেহেতু গালিগালাজ করার কিছু পাইতো না, সো ইউনূস ইসলামের বিরুদ্ধে।
 
ইসলামের বিরুদ্ধে থাকা একটা মানুষ রমজানে যাতে মানুষের কষ্ট না হয়, সেই জন্য এতোকিছু করতো?
 
ইসলাম বিরোধী হলে সে তো ট্রাই করতো বরং রমজানে আরো বেশি কারেন্ট যাক?
 
এবারের ঈদ যাত্রায় কোন ভোগান্তি হয় নাই কেন জানেন?
 
একমাস আগে থেকে সবকিছু নিয়ে কাজ করা হয়েছে। এমনি এমনি এই দেশ হুট করে এতো নিয়মতান্ত্রিক হয়ে যায় নাই।
 
ইউনূস নিজে উপদেষ্টাদের ডেকে নিয়ে বলেছিলেন, মানুষের খুব বেশিই কষ্ট হয়। তোমরা কিছু বুদ্ধি বের করো এই কষ্ট যাতে এবার না হয়।
 
এই ম্যাজিকটাই দেখলেন এবার।
 
ঈদ মিছিলের আইডিয়াটা আসিফ মাহমুদের খুব সম্ভবত। বাংলা সালতানাতের পুরান ঐতিহ্য ফিরাইয়া আনা। কাজটা করেছে ফারুকীর সংস্কৃতি মন্ত্রণালয়।।
 
বাট ফারুকী কি শুধু এই কাজটাই করেছেন?
 
না। কাল শিল্পকলা একাডেমিতে চাঁদ রাতের বিশেষ অনুষ্ঠান ছিলো। মেহেদি নাইট ছিলো। কালচারাল অনুষ্ঠান ছিলো।
 
এসবের রেশ সারা দেশে ছড়াইসে।
 
আপনি এতো সুন্দর চাঁদরাত আর কখনও দেখেছেন জীবনে? এরচে ফেস্টিভ ঈদ বাংলাদেশে আর আসছে কোনদিন?
 
তো ইসলাম বিরোধীই যদি হবে, তাহলে তো ভাই এসব এরা আয়োজন ই করতো না। পহেলা বৈশাখে করতো। ঈদে করতো না।
 
বাট সরকার এবাদ ঈদের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলো, দেখেছেন।
 
ইসলাম বিরোধী হলে তো ঈদ মিছিল করতোই না। ঘরের মধ্যে ছোট অনুষ্ঠান করে শেষ করতো।
 
হ্যা, ঈদ মিছিলের কিছু জিনিস ভালো লাগে নাই। ঐটা বলবেন। এই সরকার তো আপনার সরকার। আপনি সমালোচনা করলে আপনাকে গুম করবে না, খুনও করবে না।
 
বরং এবার সমালোচনা করেন। পরেরবার ফিক্সড করে ফেলবে।
 
বাট ইতিহাসের এই প্রথমবার কোন সরকার ঈদকে এতো গুরুত্ব দিয়েছে। মঙ্গল শোভাযাত্রাকে গুরুত্ব সব সরকারই দেয়। এই যে টেম্পুস্ট্যান্ড আজকে ইউনূসকে ইসলাম বিরোধী বলতেছে, ক্ষমতায় যাওয়ার পর এরা মঙ্গল শোভাযাত্রার মিছিল করে নাই?
করেছে।
 
তাহলে এই নোংরামি কেন?
 
ভয়ে।
 
লিটারালি গত এক মাসে পাবলিক এই সরকারকে হিউজ সাপোর্ট দেওয়া শুরু করেছে। এন্ড খুঁজে খুজেও এরা ইউনূসের কোন মিস ম্যানেজমেন্ট পায় নাই, যেটার সমালোচনা করবে।
 
গতকাল দলীয় সংবাদ পাঠক ডাক্তার জাহেদ ইউনূসের বিরুদ্ধে একটা ভিডিও করেছিলো। ১০০ জনের মধ্যে ১০০ জনই ওরে বাটপার বলে গালি দিয়েছে।
 
মানে ইউনূসের বিরুদ্ধে ওদের কোন কিছুই আর কাজ করতেছে না।
 
শেষ কার্ড কী?
 
ইসলাম কার্ড। গুজব ছড়াইয়া যদি ইউনূসকে ইসলাম বিরোধী বা আমেরিকার দালাল প্রমাণ করা যায়।
 
অথচ ধরেও নিলাম ইউনূসের দোষ হয়েছে। হারাম কাজ করেছে। তাইলে টেম্প্যুস্ট্যান্ডে চাঁদাবাজি করা কি? হালাল?
 
আজ যারা ইসলাম গেল, ইসলাম গেল বলে আওয়াজ তুলছেন, এদের চাঁদাবাজির মতো ভয়ঙ্কর জুলুম নিয়ে একদিন বলতে শুনেছেন যে চাঁদাবাজি হারাম? চাঁদাবাজি ইসলাম বিরোধী?
 
না। শুনেন নাই। শুনবেনও না।
 
তাই কেউ ইসলামের কথা বললেই তড়াক করে উইঠেন না।আগে দেখেন ওর দলের ইসলাম বিরোধী চাঁদাবাজি আর ইন্টারনাল ১০০ মানুষের হত্যা নিয়ে ওর কোন সে আছে কি না?
না থাকলে সে ইসলামের জন্য লিখছে না। লিখছে ধান্দাবাজির জন্য।
 
সেইম হাসিনার প্যাটার্ন। তাহাজ্জুদ পড়ে ইসলামিক সেজে আলেমদের গণহত্যা করতো।
 
অথচ আজ দাড়ি টুপিওয়ালা লোকজন পুলিশ, আর্মির সাথে কোলাকুলি করতেছে। ভয় তো দূরের কথা। ইসলাম বিরোধী কোন সরকার হলে এই কাজ করত?
 
আজ ঈদগাহে ইউনূসকে ঘিরে হাজার হাজার মানুষ স্যার ৫ বছর,স্যার ৫ বছর বলে চিৎকার করেছে। এইটা রাজনৈতিক দলগুলোর মাথা খারাপ করে দিয়েছে।
 
বাংলাদেশের ইতিহাসে আর কখনোই এমন ঘটনা ঘটে নাই। বাংলাদেশের ইতিহাস শাসকের বিরুদ্ধে আন্দোলন করার ইতিহাস। ইতিহাসে প্রথমবারের মতো মানুষ কোন একজনকে থাইকা যাইতে বলতেছে।
 
এইটা খাওয়ার অপেক্ষায় থাকা লোকজনের মাথা খারাপ করে দিবে,এটাই স্বাভাবিক।
 
সো, শেষ কৌশল হিসেবে নিয়েছে ইসলাম কার্ড।
 
এই কার্ডের ব্যাপারে সাবধান থাকেন।
 
"ইসলামিক" আর তাহাজ্জুদ পড়া সরকার অনেক এসেছে। কাউকেই রমজান আর ঈদকে এতোটা ওউন করতে দেখিনি।
 
এরা যে ভালোবাসা আর আশা নিয়ে এই কালচারাল ওয়ারটা শুরু করলো, মুসলমানদের ঈদকে ঢাকার প্রধান উৎসবে পরিণত করার চেষ্টাতে প্রথম ধাপটা দিলো, এটাকে দূরে ঠেলে দিয়েন না।
 
ভুলত্রুটি যা ছিলো, ফিগার আউট করে দেন। পরের ঈদে ঐটা ফিক্সড করে ফেলবে বলেই বিশ্বাস করি।
 
যে লোক ২০ কোটি মানুষের দেশে ৭ মাসে বাজার আর সড়ক নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতে পারে, তার কাছে এই মিছিলের সমস্যাগুলো ফিক্সড করা ১০ মিনিটের কাজ বলেই বিশ্বাস করি।
 
জাস্ট ঐ সুযোগটা দেন। যে মানুষটা আপনাদের ঈদ সহজ করার জন্য এতোকিছু করছে, ছোট ভুলত্রুটিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে তারে দূরে ঠেইলেন না।