
বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু বলেছেন, একটি চক্র দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। সোমবার (২৪ মার্চ) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার পৌর বিএনপির ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বামনহাটা ঈদগাঁ মাঠে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম পিন্টু বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলব। আমি আপনাদের দোয়ার বরকতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্মম নির্যাতনে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দেওয়া যাবে না। ভূঞাপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব আলী খানের সভাপতিত্বে ও কামাল হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি শাজাহান কবির লিটন, বিআর ডিবি সাবেক চেয়ারম্যান ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান ভুট্টো, নজরুল ইসলাম খান (লাল খান), শাহিন হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।