Image description
 

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি জাতীয় পর্যায়ে পালন হচ্ছে।

বিভিন্ন দেশ, সংস্থা ও প্রতিষ্ঠান বাংলাদেশকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছে। এ তালিকায় যোগ দিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি। যে ক্লাবে খেলে এক সময় বিশ্ব ফুটবলে পরিচিতি পেয়েছেন হামজা চৌধুরী।

ক্লবটির অফিসিয়াল ফেসবুক পেজে তারা একটি পোস্ট করেছে। বাংলাদেশের পতাকার সঙ্গে নিজেদের ক্লাবের লোগো রেখে ক্যাপশনে লেস্টার লিখেছে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ।

ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা হামজা ২০১৫ সালে লেস্টারে যোগ দেন। এরপর এই ক্লাব থেকে ধারে বারটন আলবিয়ন, ওয়ার্টফোড ঘুরে এখন শেফিল্ড ইউনাইটেডে খেলছেন।

ডিফেন্সিভ এই মিডফিল্ডারের সম্প্রতি বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে। ভারতের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলেন তিনি। এশিয়ান বাছাইপর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।