
আজ (২৬ মার্চ) থেকে বাউফলের তিন লাখের বেশি ভোটারকে মোবাইল ফোনে ভয়েস এবং খুদে ম্যাসেজ পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
মোবাইল ফোনের মাধ্যমে তিনি বাউফলবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এই ম্যাসেজ পাঠাচ্ছেন। সংশ্লিষ্ট নম্বরে সঞ্চালিত ভয়েস এবং খুদে ম্যাসেজগুলি প্রাপ্তির পর অনেকেই আনন্দিত হয়ে বলেছেন, "প্রিয় বাউফলবাসী, আসসালামু আলাইকুম। আমি ড. শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।"
বিভিন্ন প্রাপক জানায়, তাদের কাছে এমন একটি শিরোনামের ভয়েস ম্যাসেজ প্রথমবার এসেছে এবং এটি তাদের জন্য বিশেষ একটি অভিজ্ঞতা। এমনকি তারা আবেগপ্রবণ হয়ে পড়েন, কারণ এর আগে কোনও নেতা বিশেষ দিনগুলোতে এই ধরনের শুভেচ্ছা জানায়নি।
ড. শফিকুল ইসলাম মাসুদের ঘনিষ্ঠজন আসাদুজ্জামান সোহাগ জানান, ড. শফিকুল ইসলাম তার এলাকার মানুষের জন্য ভালোবাসা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করেন। ঈদের শুভেচ্ছা জানাতে তিনি ভয়েস ম্যাসেজের মাধ্যমে বাউফলবাসীকে একত্রিত করার চেষ্টা করেছেন। তিনি নিজেকে একজন সেবক হিসেবে মনে করেন এবং এলাকার মানুষের দুঃখ-কষ্টে সহায়তা করতে সদা প্রস্তুত থাকেন।
এছাড়া, খুদে ম্যাসেজেও তিনি বাউফলবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।