Image description

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা রাষ্ট্র পরিচালনা করব। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে গত ৫ আগস্ট সেনাবাহিনী আমাদের ছাত্র-জনতার পাশে ছিল। আমরা বলব, বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের বিরুদ্ধে যাবে না। সেনাবাহিনী থেকে শুরু করে জুডিশিয়াল ও বিভিন্ন ইনস্টিটিউট বিপক্ষে যাতে জনগণ না যায় আমরা সেভাবে ওই সব প্রতিষ্ঠান সাজাব।

আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন। ‘জনগণের ক্ষমতা জনগণকেই ফিরিয়ে দিতে চাই’ স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পাটি কসবা উপজেলা শাখা আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

 
 

জাতীয় নাগরিক পাটি কসবা উপজেলা শাখার আহ্বায়ক মো. মনিরুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় নাগরিক পাটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ ও সংগঠক ডা. আশরাফুল আলম সুমন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন- মাওলানা মো. আব্দুল হান্নান।