
যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া-ঠেনঠেনিয়া ফাজিল মাদরাসার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, আমরা হাসিনামুক্ত বাংলাদেশ পেয়েছি। মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছেন।
তিনি আরো বলেন, এখন দেশে আইনের শাসন নাই।
স্থানীয় বিএনপি নেতা হাজী সোবহানের সভাপতিত্বে ও সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা মো. জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. এজাজ, শাহিন মাতুব্বর, বিএনপি নেতা ডা. কামরুল হাসান মজনু, যুবদল নেতা এনায়েত প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।