
বরগুনায় গ্রেপ্তার করা এক আসামিকে থানায় এসে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় পাথরঘাটা মহিলা দলের সভানেত্রী ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত ১০টায় রবগুনা সদর থানায় আসামি ছিনিয়ে নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম (২৩)।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে বরগুনা থানার নিয়মিত মামলার আসামি মো. সোহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী পরিচয় দিয়ে ইসরাত জাহান শিরিন ও তার মেয়ে সারজিনা মিম থানার অফিস কক্ষ ও থানা হাজতখানার সামনে থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের সঙ্গে খারাপ ও অসৌজন্যমূলক আচরণ করলে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদানসহ আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলা করা হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান আমাদের সময়কে বলেন, ‘ভবিষ্যতে যে কেউ পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সে যেই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’