Image description
 

বরগুনায় স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন বাবা। তার এক সপ্তাহের মাথায় বাড়ির পেছনেই মেলে বাদীর লাশ। সারাদেশে এই ঘটনা আলোচিত হয়।

বরগুনার সেই নির্যাতিত মেয়েটির দায়িত্ব নিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৭ মার্চ) বরগুনার কিশোরী মেয়েটির বাড়িতে যান তিনি।

সেখানে জামায়াত বলেন, এই মেয়েটা আমার হলে আমার অনুভূতি কী হতো! আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কী হতো! পশুরা তো এই সমস্ত জ্ঞান রাখে না। এরা পশুর চেয়ে নিকৃষ্ট, আসলে সেই কাজই তারা করেছে। মেয়েটার উপর জুলুম করল, তার বাবাকেও খুন করলো। একটা পরিবারকে পুরো ধ্বংস করে দিলো।