Image description
 

আবরার ফাহাদ হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এর মাধ্যমে একটি সভ্যতা বাঁচার পথ খুঁজে পাবে৷ 

রাজধানীতে এক ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, রাজনৈতিক মতপার্থক্য যেন কোনভাবেই মতবিরোধে রুপ না নেয় এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। 

এছাড়াও তিনি আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রাকাশ করেন। জামায়াতে ইসলামীর আমির বলেন, সার্বভৌমত্বের কথা বলতে গিয়েই আপনাদের সন্তান আবরার ফাহাদ তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখতে চাই, আবরার ফাহাদ হত্যা মামলার রায় বিলম্ব না হয়ে যেন যথাযথভাবে কার্যকর হয়। এতে একটি পরিবার শুধু শান্তি পাবে না, একটা সভ্যতা বাঁচার পথ খুঁজে পাবে।