
সম্প্রতি একটি অনলাইন টকশোতে যুক্ত হয়ে রিটা রহমান দাবি করেছেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি বলেন, "আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাইনি। শুধু কিছু গণমাধ্যম ও কয়েকজন ব্যক্তির মুখে তাদের নাম শোনা যায়। বাস্তবে তাদের অস্তিত্ব এখন আর দেখা যায় না।"
ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় পাওয়া ও ভারতীয় নীতির বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না, বরং তাকে কীভাবে পুনর্বহাল করা যায়, সে জন্য নানা কৌশল অবলম্বন করছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত কিছু সংযোগ রয়েছে, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ। এ কারণেই ভারত বাংলাদেশকে সবসময় নজরদারিতে রাখতে চায়।"
তিনি আরও বলেন, "ভারতের পররাষ্ট্রমন্ত্রী একবার মন্তব্য করেছিলেন যে দেশভাগের সময় পূর্ব বাংলাকে ছেড়ে দেওয়া তাদের ভুল ছিল, যা এখন তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর ষড়যন্ত্র করছে।"
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রিটা রহমান বলেন, "বাংলাদেশে ভারতীয় গণমাধ্যমগুলো নানা ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। সেনা অভ্যুত্থানের গুজব ছড়ানো হয়েছে, যা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। ড. মুহাম্মদ ইউনূসও বলেছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রচুর টাকা ব্যয় করা হচ্ছে।"
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, "শেখ হাসিনা এখন রাজনীতিতে ফিরে আসার মতো অবস্থানে নেই। তিনি শেখ হাসিনাকে ‘a dead horse’ বলে আখ্যা দিয়ে বলেন, শেখ হাসিনা জনগণের দৃষ্টিতে তিনি এতটাই নিপীড়ক হয়ে উঠেছেন যে তার আর ফেরা সম্ভব নয়।"
আওয়ামী লীগের বর্তমান অবস্থান প্রসঙ্গে রিটা রহমান বলেন, "আওয়ামী লীগ এখন নিগৃহীত হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেছে। একসময় মুসলিম লীগের যে পরিণতি হয়েছিল, আওয়ামী লীগের অবস্থা এখন তার চেয়েও ভয়াবহ। সংগঠনের নেতাকর্মীরাও পালিয়ে বেড়াচ্ছেন। এটি অস্বীকার করার কোনো উপায় নেই।"