Image description

মাদারীপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আনিসুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ তাওহিদ সন্নামাত হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আক্তার হাওলাদারকে পুলিশ হেফাজতে কর্মীদের সঙ্গে মিটিং এবং মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়ার অভিযোগ করেছে বাদী জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান।  

সোমবার কামরুল হাসান সংবাদ সম্মেলন করে বলেন, মাদারীপুর পৌর আওয়ামী লীগের সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদারকে কোর্ট পুলিশের গাড়দে থাকা অবস্থায় মোবাইল ব্যবহার করতে দিয়েছেন এবং দলীয় কর্মীদের সঙ্গে মিটিং করার সুযোগ দিয়েছেন পুলিশ পরিদর্শক মো. আনিসুর রহমান। সেই মোবাইল থেকে মাদারীপুর জেলা ক্রিকেটদলের অধিনায়ক রুবেল হাওলাদারকে হত্যার হুমকি দিয়েছেন। 

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ক্রিকেট দলের অধিনায়ক রুবেল হাওলাদার, স্থানীয় সাকিল মুন্সি, আলী হোসন, হাসান মুন্সি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাদারীপুর জজ কোর্টের পরিদর্শক আনিসুর রহমান। তিনি বলেন, আসামি আক্তার হাওলাদার শুধু না কোন আসামিই কোর্ট হাজতে মিটিং করা বা মোবাইল ব্যবহার করে কথা বলার সুযোগ নেই। এ ধরনের কোন ঘটনার কথাও আমার জানা নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।