![Image description](https://content.bdtoday.net/files/img/202502/3f8743cf2fa7580184b923ba338b6d7f.png)
শেখ হাসিনার সরকারের পতনের ৬ মাস পার হলো আজ বুধবার (৫ ফেব্রুয়ারি)। হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট দুপুরে দেশ ছেড়ে পলায়ান করেন তিনি। তবে এ ঘটনার ৬ মাস হলেও এখনও পর্যন্ত দলটির শীর্ষ এই নেতার কথায় কিন্তু কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিতও নেই তার।
আজ রাত ৯টার পর বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুকের পেজে লাইভে আসেন তিনি। বরাবরের মতো তিনি এবারও চেহারা দেখাননি। তিনি বলেছেন, ’‘জুলাইয়ের এই আন্দোলন কোটা নিয়ে ছিল না, এটা ছিল ষড়যন্ত্র। আমি বারবার বলছি।’’
প্রায় ৫৩ মিনিটের এই লাইভে শেখ হাসিনা বলেন, ‘‘২০১৮ সালে কোটা নিয়ে ছাত্রদের একটি আন্দোলন শুরু হয়। আমি তখন আন্দোলনকারীদের কিছুই বলিনি, বরং সেই সময় কোটা বন্ধ করে দিয়েছি। তাদের দাবি পূরণ করেছি।’’
‘‘এরপর মুক্তিযোদ্ধার কয়েকটি পরিবার এ নিয়ে কোর্টে মামলা করে তারপর রায় হয়। সেই রায়ে কোটা আবার চালু করে। তখন আমরা সরকারের পক্ষ থেকে রিট করে সেটি স্থগিত করে দিই। এরপর প্রকৃতপক্ষে কোটা নিয়ে আর আন্দোলন ছিল না। কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না, এটা ছিল ভিন্ন ষড়যন্ত্র। সেটা আমি বারবার বলেছি।’’
তিনি বলেন, ‘‘এটা ছিল সেই একজন ক্ষমতা লোভী তার মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। সে অংশ হিসেবে তিনি ছাত্র থেকে শুরু করে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে।’’