Image description
 

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছাবিকুল ইসলামের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। রোববার কলাকান্দি ইউনিয়নে কালাচান্দকান্দি গ্রামে বার্ষিক ওরস মাহফিলে বক্তব্যটি দেন তিনি।সোমবার ভাইরাল হওয়া ২ মিনিট ২৬ সেকেন্ডের বক্তব্যে বিএনপি নেতা ছাবিকুল ইসলামকে বলতে শোনা যায়, ‘আমরা ওয়াজ মাহফিল দিলে কোনো লোক হয় না, আশেকের গানের মধ্যে কেন এত হাজার হাজার জনতা। ওয়াজ দিয়ে কী লাভ, যদি লোক না আসে। তাহলে আমরা গানই করি।’ এই বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়লে নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নেটিজেনরা। উপজেলার একাধিক স্থানে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। পরে সোমবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গণি ভূঁইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে ছাবিকুল ইসলামকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। মঙ্গলবার বিকেলে নোটিশের জবাব দিয়েছেন ছাবিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা বিএনপি।

 
 

কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছাবিকুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে আমি একটি ওয়াজ মাহফিল দিয়েছিলাম, সেখানে লোক হয়নি। গানের আসরে গিয়ে দেখলাম অনেক লোক। আক্ষেপ করে ওই বিষয়টি আমি আমার বক্তব্যে তুলে ধরেছিলাম। আমার ও দলের ভাবমূর্তি নষ্ট করতে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মূল বক্তব্যের একটি অংশ প্রচার করে। তার পরও অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি দেশবাসী ও দলীয় নেতাকর্মীর কাছে ক্ষমা চেয়েছি।’উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া জানান, শোকজের জবাব পেয়েছেন। দলীয় নেতাকর্মীর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।