Image description

ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর আজ বুধবার রাত ৯টায় ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এ তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পূর্ণ হচ্ছে বুধবার। এদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

 

এর পরদিন তথা আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের অফিসিয়াল পেজের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। 

 

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টায় ‘দায়মুক্তি' শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। 

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। প্রথমদিকে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তী সময়ে বিভিন্ন জায়গার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে তাকে।