Image description

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অভিজ্ঞতা হলো হেনস্তার অভিজ্ঞতা, অপমান এবং অবমাননার অভিজ্ঞতা। তিনি আরও বলেন, আমরা নাগরিক হিসেবে যে অধিকার ও দাবি রাখি, তা ভুলে যাওয়ার অভিজ্ঞতাও আমাদের রয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে গেলে তিনি এসব মন্তব্য করেন।

 

 

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “জাতির পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যান এবং সব সদস্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যতগুলি কমিশন রয়েছে, তার মধ্যে দুটি কমিশন এমন, যা দেশের প্রতিটি নাগরিকের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।” তিনি উল্লেখ করেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার যা পুরো জাতিকে প্রভাবিত করবে।

 

 

 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী তাদের প্রতিবেদনগুলো প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

 

প্রধান উপদেষ্টা জানান, ৮ আগস্ট সরকার গঠনের পর রাজ্যের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছিল, এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংশোধন কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে।