এপ্রিলে তুরস্কে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন।
আগামী ২৭ এপ্রিল তুরস্কে রোসাতোম আক্কু নামে পারমাণবিক শক্তিসমৃদ্ধ চুল্লি উদ্বোধন করা হবে। এ চুল্লিটি রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা তৈরি করা হয়েছে। এটি উদ্বোধনের জন্যই তুরস্কে যেতে পারেন পুতিন।
বুধবার (২৯ মার্চ) এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, ‘খুব সম্ভবত পুতিন ২৭ এপ্রিল তুরস্কে আসবেন, এমন একটি সম্ভাবনা আছে। অথবা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি।’
গত শনিবার ফোনালাপ হয় এরদোয়ান ও পুতিনের। এরপর ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। যার মধ্যে আক্কু পারমাণবিক চুল্লির বিষয়টিও ছিল।