
প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি গুঞ্জন উঠেছে, আম আদমি পার্টির নেতা পাঞ্জাব রাজ্যসভার সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। কয়েক দিন ধরে তাদের একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। কখনো লাঞ্চ, কখনো আবার ডিনার ডেটে যেতে দেখা গেছে তাদের। বুধবার মুম্বাইয়ের নামি রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’ থেকে বের হওয়ার সময় পাপারাৎজির ক্যামেরাবন্দি হন পরিণীতি ও রাঘব চাড্ডা।
ক্যামেরার দিকে হাসতেও দেখা যায় পরিণীতিকে। এর পরদিন তাদের লাঞ্চ ডেটে দেখা যায়। রেস্তোরাঁ থেকে বের হয়ে রাঘব চাড্ডার গাড়িতে গিয়ে উঠতে দেখা যায় পরিণীতিকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি ও ভিডিও। এরপরই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিপাড়ায়। তবে বলিউড হাঙ্গামার তথ্য মতে, সংসদ সদস্য রাঘবের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ৩৪ বছরের পরিণীতি।
এদিকে পরিণীতির পারিবারিক সূত্র থেকে জানানো হয়, ‘দুই পরিবার থেকে বিয়ের আলোচনা শুরু করার পর ডিনারে গিয়েছিলেন রাঘব-পরিণীতি।
সে সময় পাপারাৎজিরা উপস্থিত হয়ে যাওয়ায় তারা তৎক্ষণাৎ কোনো মন্তব্য করতে চাননি। শিগগিরই এ বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সর্বশেষ পরিণীতি চোপড়াকে ‘উচাই’ ছবিতে অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানির সঙ্গে দেখা গেছে।