Image description

গাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের শিকার এক কিশোরীর সন্তান প্রসবের পর এলাকায় তোলপাড় চলছে। মনির হোসেন নামে ৬৫ বছরের এক বৃদ্ধ ওই কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে পূবাইল মেট্রোপলিটন থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, মঙ্গলবার (১৪ মার্চ) থানায় মামলা হয়েছে। মামলায় ৬৫ বছরের এক বৃদ্ধকে আসামি করা হয়েছে। অভিযুক্তর এক ছেলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছে। 

তিনি আরও বলেন, ভুক্তভোগী ওই কিশোরী সাত-আট মাসে আগে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করেছে। গত ১১ মার্চ রাতে সন্তান প্রসব করলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। পরে স্থানীয় সাংবাদিকরা ভিডিও ধারণ করেন আমার কাছে পাঠায়। পরর্বীতে তদন্ত করে ১৪ মার্চ থানায় মামলা নেওয়া হয়। মামলায় পাশের বাড়ির বাড়িওয়ালাকে আসামি করা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।