Image description

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকার পতনের স্বপ্ন থেকে বিএনপি দূরে সরে গেছে। তারা এখন ঝিমিয়ে পড়েছে। তিনি বলেন, সরকারের পতন ঘটানোর জন্য গত ১৪ বছর ধরে বিএনপি আন্দোলন করতে করতে তাদের আন্দোলন খেলা শেষ হয়ে গেছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট আয়োজিত দেশ, উন্নয়ন, সরকার ও শান্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার টানা ১৪ বছর ক্ষমতায় থেকে এখন ১৫ বছরে পা দিয়েছে। এ ১৪ বছরে সরকার কি কাজ করেছে সেটা দেশবাসী জানে। কোথায় ছিল দেশ, আর এখন কোথায় আছে।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা (বিএনপি) রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবেন, তার থেকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে কি করেছেন সেটি যদি বলতেন, তাহলে জাতি আপনাদের কথার ওপর ভরসা পেত, আস্থা পেত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আপনারা তোর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। আমি জানি এখানে আপনাদের কোনো বক্তব্য থাকবে না।

২০০১ থেকে ২০০৬ সাল বাংলাদেশের সবচেয়ে দুঃসময় ও ক্রান্তিকাল ছিল মন্তব্য করে তিনি আরও বলেন, তারা (বিএনপি) কোথায় রেখে গিয়েছিল বাংলাদেশকে। সরকারের মধ্যেও তখন সরকার ছিল। একদিকে সরকার প্রধান ছিলেন খালেদা জিয়া, আরেকদিকে হাওয়া ভবন বানিয়ে অঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন তার ছেলে তারেক রহমান। রাষ্ট্রের সবকিছুর নিয়ন্ত্রণ সেখান থেকে হতো। বিশেষ করে দুর্নীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সেখান থেকে নিয়ন্ত্রিত হতো। তাদের আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। এটাই ছিল বিএনপির রাষ্ট্র শাসন। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার জন্য আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সে হামলায় ২৪ জন প্রাণ হারিয়েছিলেন, ৫০০ জনের বেশি আহত হয়েছিলেন।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস, ড. ইউনূসের পক্ষে যাদের নামে এ খোলা চিঠি এসেছে, তারা কেউই এ চিঠি লেখেনি। এটা উনি (ড. ইউনূস) কল্পিতভাবে বানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন আকারে দিয়ে নতুন করে একটি ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছেন। কারণ এ চিঠির মধ্যে যেসব কথা লেখা হয়েছে, তার সবগুলো কথাই আমার কাছে অসত্য বলে প্রতীয়মান হয়েছে।

বাংলাদেশ ইসলামী ঐক্য জোট ও ইসলামী ডেমোক্রেটিক অ্যালাইন্সের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রব্বানির সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, জাসদ সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, ইসলামী ডেমোক্রেটিক এ্যালাইন্সের মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক ও তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী খান।