Image description
তালতলীতে বিএনপির সমাবেশ মঞ্চে ওলামা লীগের সভাপতি
গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের দাবিতে উপজেলা বিএনপির একাংশ বুধবার বিকালে তালতলী সদর রোডে অবস্থান কর্মসূচি পালন করে। ওই কর্মসূচির সভামঞ্চের সামনের সারিতে বসতে দেখা গেছে কড়ইবাড়ীয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মাওলানা মো. আবদুল মতিনকে। তিনি সভার শুরুতে অনুষ্ঠান মঞ্চে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেছেন। এতে বিএনপি ও আওয়ামীবিরোধী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দক্ষিণ ঝাড়াখালী ছালেহিয়া দাখিল মাদ্রাসার অবসর প্রাপ্ত সুপার মাওলানা মো. আবদুল মতিন দীর্ঘ ১৬ বছর যাবত কড়ইবাড়ীয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।