Image description
দেশে এখনও বিপদ কাটেনি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখনও বিপদ কাটেনি। আবারও মাথা চাড়া দিতে পারে এই স্বৈরাচার হাসিনা। এই বিপদ মোকাবিলা করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জনগণের সরকার গঠন করতে হবে। বুধবার দুপুরে রংপুরে পীরগঞ্জ জাফরপাড়া কামিল মাদ্রসা প্রাঙ্গণে বিএনপির সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের শত শত নাগরিকের প্রাণ কেড়ে নিয়েছে। তাদের রক্তের বিনিময়ে এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। কিন্তু এখন তারা দেশের হিন্দুদের ওপর হামলা চালানোর ভুয়া খবর ছড়িয়ে নতুন পাঁয়তারা করছে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এর আগে তিনি কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। বিডি প্রতিদিন