সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তারে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক আইন মন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হওয়ার খবরে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে কসবা উপজেলার পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল করে পথসভা করেন তারা।
পথসভায় বিএনপির নেতাকর্মীরা বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের আইন মন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। তার সময়ে বিএনপির নেতাকর্মীরা কসবায় কোনো মিটিং-মিছিল করতে পারেনি। অসংখ্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে। এই অবৈধ মন্ত্রীর কারণে নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। আজকে এই আনিসুল হক গ্রেপ্তার হওয়ায় খুশির দিন। পথসভায় বক্তারা আনিসুল হকের বিচারের দাবি ও ফাঁসি চেয়ে বক্তব্য দিয়েছেন।