Image description
সীমান্তে গা-ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালানোর পর আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না রাজশাহীর প্রতিমন্ত্রী, মেয়র, এমপি ও আওয়ামী লীগ নেতাদের। গা-ঢাকা দিয়ে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন, সুবিধামতো ভারতে পালিয়ে যাওয়ার জন্য। এ ছাড়া আওয়ামী লীগের মহানগর থেকে ওয়ার্ড এমনকি পাড়া-মহল্লার নেতাদের অনেকে এখন ভারতমুখী। তাদের অনেকে এরই মধ্যে সীমান্ত পার হয়ে গেছেন। আবার অনেকেই সীমান্ত এলাকায় আত্মগোপনে আছেন পালানোর জন্য। তবে ভারতে পালাতে গিয়ে ধরাও পড়েছেন কেউ কেউ। এদিকে ৫ আগস্ট থেকেই সীমান্তে কঠোর নজরদারি করছে বিজিবি। বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের অবৈধভাবে ভারত পালানো ঠেকাতে সতর্ক রয়েছে তারা। ভারতে পালানোর সময় ৭ আগস্ট চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি চেকপোস্টে রাসিকের এক নম্বর প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রজব আলী ও তার সহযোগী জাকির হোসেনকে আটক করে বিজিবি। বিজিবির জিজ্ঞাসাবাদে তারা জানান, রাজনৈতিক পরিস্থিতিতে ভারতে পালিয়ে যাচ্ছিলেন তারা। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গত শনিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুককে আটক করে বিজিবি। এদিকে সরকারি চাকরিজীবীদের অনেকেই বিশেষ করে যেসব কর্মকর্তা-কর্মচারী দুর্র্নীতি-লুটপাট করেছেন, তারাও দেশ ছেড়ে পালাচ্ছেন। ৬ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন লক্ষাধিক টাকাসহ রাসিকের হিসাবরক্ষক নিজামুল হুদাকে আটক করে বিজিবি। বিজিবির একটি সূত্র জানিয়েছে, নিজামুল হুদার বিরুদ্ধে সিটি করপোরেশনে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। ফারুক ও নিজামুলকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, তাদের অধিকাংশই ভারত লাগোয়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে দেশে থাকাটা নিরাপদ মনে করছেন না তারা। তাই ভারতে চলে যেতে চান। দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ভারতে পালানোর সুযোগ খুঁজছেন। পরিস্থিতি অনুকূলে এলে তারা আবার ফিরবেন। এদিকে গণমাধ্যমে খবর বেরিয়েছে, দেশ ছেড়ে সপরিবারে পালিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তার দেশত্যাগের আগে আন্দোলনের মধ্যেই বড় মেয়ে ডা. আনিকা ফারিয়া জামান অর্না ও জামাতা রেজভী আহমেদ ভূঁইয়া থাইল্যান্ড চলে যান। আত্মগোপনে থেকেই মেয়র লিটন তার ফেসবুকে নগরবাসীর উদ্দেশে গত শনিবার একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেন- ‘... আমি বাড়ি থেকে এক বস্ত্রে বেরিয়ে গেছি। বর্তমানে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছি। আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া যেসব সামগ্রী/কাগজপত্র আপনাদের কোনো কাজে লাগবে না, সেগুলো রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ছাড়া আত্মগোপনে আছেন রাজশাহীর পাঁচ এমপি ওমর ফারুক চৌধুরী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আসাদুজ্জামান আসাদ, আবুল কালাম আজাদ, শাহরিয়ার আলম এবং সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও চম্পট দিয়েছেন। তাদের কাউকেই মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে দেশের চলমান পরিস্থিতিতে ৫ আগস্ট থেকেই ভারতীয় সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েনসহ বাড়ানো হয়েছে টহল। বিজিবি ১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মতিউল ইসলাম মণ্ডল বলেন, সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যাতে কেউ অবৈধপথে ভারতে পালাতে না পারেন। আবার ভারত থেকেও যেন অনুপ্রবেশ না ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দায়িত্বে থাকা ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ্জামান ও ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়েছে।