বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে চীন।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এক মুখপাত্র এ কথা জানান।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,‘বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি নিয়ে চীন অবহিত এবং তারা এই সরকারকে স্বাগত জানিয়েছে। চীন নীতিগতভাবে যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং দেশটির মানুষ স্বাধীনভাবে যে উন্নয়নের পথ বেছে নিয়েছে, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল।
চীন ভালো প্রতিবেশী এবং বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্বের নীতিতে অটল রয়েছে উল্লেখ করে এই মুখপাত্র বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের এবং এই সম্পর্ক অনেক গভীর। চীন বাংলাদেশের সাথে এই সম্পর্ককে মূল্যবান মনে করে।
দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতার উন্নয়ন এবং সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরো এগিয়ে নিতে চীন বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত বলে এ সময় উল্লেখ করা হয়।
সূত্র : বিবিসি