Image description

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান আর ওয়াশিংটনের জন্য হুমকিস্বরূপ নয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, সন্ত্রাসীদের জন্য আফগানিস্তান এখন কোনো স্বর্গরাজ্য না।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) তার প্রেসিডেন্ট পদের মেয়াদকালের বিদায়ী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাইডেন তার বক্তব্যে বলেন, ওবামা প্রশাসনের অধীনে ওসামা বিন লাদেনকে হত্যার মধ্য দিয়ে আমাদের যুদ্ধের প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়ে গিয়েছিল। এরপর আফগানিস্তান থেকে আল কায়েদার পুনরুত্থানের সুযোগ নেই, যদিও অন্য কোনো অঞ্চল থেকে তা হতে পারে। তাই আফগানিস্তানে বৃহৎ পরিসরে মার্কিন সৈন্য মোতায়েন রাখা আর প্রয়োজনীয় ছিল না।

তিনি আরও উল্লেখ করেন যে, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার ছিল তার প্রশাসনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অর্জন।

এসময় বাইডেন আরো বলেন, সৈন্য না পাঠিয়েও প্রয়োজনে আমেরিকাতে বসেই আফগানিস্তানকে শিক্ষা দেওয়া সম্ভব।

সূত্র: তোলো নিউজ