Image description
একে একে ভারত ছাড়ছেন শেখ হাসিনার সঙ্গীরা: ইন্ডিয়া টুডে
ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার অনেকটা হঠাৎ করেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে। পদত্যাগের পর হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এখন সেখানেই আছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, শেখ হাসিনার সঙ্গে দেশ ছেড়ে ভারতে যান তার দলের ঘনিষ্ঠ সদস্যরা। শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি সামরিক পরিবহণ জেটে ভারতের হিন্দোন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। তবে তারা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন। কিন্তু শেখ হাসিনা কী করবেন তা এখনও জানা যায়নি। এছাড়া তার সঙ্গীরা ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন, তাও জানা যায়নি। ভারত যাওয়ার পথে ২ আওয়ামী লীগ নেতা আটকভারত যাওয়ার পথে ২ আওয়ামী লীগ নেতা আটক ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে আজ বৃহস্পতিবার বলা হয়েছে, শেখ হাসিনার সেই সঙ্গীরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন। তাদের পরবর্তী গন্তব্য কোথায় এখনও তা স্পষ্ট নয়।