Image description
মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে চা পান করার অভিপ্রায় ব্যক্ত করলেন খালেদা জিয়া (ভিডিও)
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ফের সোচ্চার হলেন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে দীপ্ত কণ্ঠে তিনি বলেন আপোষ করা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া এবং অন্যায়কে মেনে নেওয়া। তত্ত্বাবধায়কের দাবি আওয়ামী লীগের ছিল বলে তিনি উল্লেখ করেন। পরিশেষে সাংবাদিকদের সাথে চা পান করার অভিপ্রায় ব্যক্ত করেন বেগম খালেদা জিয়া। [youtube]fopYdORQa-E[/youtube]